Thursday, November 6, 2025
Latest:

Be Rational not a Blind Believer

Be Rational not a Blind Believer

Appeal to force fallacy

Appeal to force

  • Appeal to Force হচ্ছে একটি Informal fallacy অর্থাৎ এখানে logical structure ঠিক থাকলেও বৈধতা এবং সত্যতার ঠিক নেই ।
  • সংজ্ঞা: Appeal to force হচ্ছে এমন একটি fallacy বা কুযুক্তি যেখানে কথার সাপেক্ষে কোনো যুক্তি ব্যবহার না করে জোরপূর্বক,  বলপ্রয়োগ করে অথবা হুমকি দিয়ে ব্যক্তিকে তার কথা মানতে বাধ্য করা হয়। 

           যেমন : ১) তোমাকে আমার সব কথামত কাজ করতে হবে ।

                        ২) যদি তুমি আমার কথামত কাজ না করো তাহলে তোমার সাথে খারাপ কিছু হবে ।

    এই উদাহরণে তার কথামত কাজ করার সপক্ষে কোনো যুক্তি দেখানো হয়নি এবং তার সাথে যদি তার কথা অনুযায়ী কাজ না করে তাহলে তার সাথে খারাপ কিছু হবে বলে তাকে হুমকিও দেওয়া হয়েছে ।  

  • Appeal to force fallacy টি আরো অন্যান্য নামে পরিচিত যা হলো :
    • Argumentum ad Baculum
    • Appeal to Threat
    • Appeal to Intimidation
    • Might Makes Right
    • Coercive Argument
    • Threat Appeal
    • Intimidation Tactic  
    • Forceful Persuasion

Leave a Reply